শিরোনাম: |
সিলেটে লেগুনাচাপায় কলেজের অধ্যক্ষ নিহত
|
![]() সিলেট-তামাবিল মহাসড়কের মহানগরের মেজরটিলা শ্যামলী আবাসিক এলাকায় তাকে চাপা দিয়ে ঘাতক লেগুনাচালক গাড়ি নিয়ে পালিয়ে যান। সিসিটিভির ফুটেজ দেখে লেগুনা ও এর চালককে শনাক্ত করে আটকের চেষ্টা করছে পুলিশ। সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ওই অধ্যক্ষকে আহত অবস্থায় উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ঘটনার পর থেকে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা ও বিভিন্ন তথ্য যাচাই-বাচাই করে ঘাতক লেগুন এবং এর চালককে শনাক্ত করে তাকে গ্রেফতারে কাজ করছে পুলিশ। এদিকে প্রবীণ এই অধ্যক্ষের মর্মান্তিক মৃত্যুতে কলেজ ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক লেগুনাচালককে অবিলম্বে শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন প্রয়াত অধ্যক্ষের সহকর্মী, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন। |