শিরোনাম: |
মাদকসহ ৬ মামলার আসামী ‘নেংরা করিম’ গ্রেফতার
|
![]() গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ সেপ্টেম্বর ) রাত সারে ৯টার দিকে গ্রেফতারকৃত নেংরা করিমের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। ১নং পুলিশ ফাঁড়ির এসআই মো.ফারুক হোসেন জানান, নেংরা করিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে আরও ৬টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। |