শিরোনাম: |
ওয়ালটন ডেভেলপমেন্ট কাপ হকিতে সবুজ দলের বড় জয়
|
![]() সবুজ দলের সাদিয়া খানম ২৪ ও ৪২ মিনিটে দুটি ফিল্ড গোল করে। জান্নাতুল ফেরদৌস ৯ মিনিটে একটি ও সম্পা ৫৬ মিনিটে আরও একটি গোল করেন। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় বাহফে লাল দল মুখোমুখি হবে বাহফে সবুজ দলের। বাছাইকৃত নারী খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আটদিন ব্যাপী এই টুর্নামেন্ট ১৯ সেপ্টেম্বর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এছাড়া চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।
|