শিরোনাম: |
ওয়ালটন কাপ বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপের প্রিজাজিং সম্পন্ন
|
![]() এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ মো. নজরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগোরিতে মোট ৪০৫ জন বডিবিল্ডারের অংশ নিয়েছেন। মেনস ফিজিক, সিনিয়র মেনস বডিবিল্ডিং ও উইমেন্স ক্যাটাগোরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সিনিয়র মেনস বডিবিল্ডিং হচ্ছে চারটি ওজন শ্রেণিতে। সেগুলো হলো- ৬০ কেজি, ৭০ কেজি, ৮০ কেজি ও ৮০+ কেজি। মেনস ফিজিক হচ্ছে ১৬৬ সে.মি, ১৭০ সে.মি ও ১৭০+ সে. মি ক্যাটাগোরিতে। আর উইমেন্স হচ্ছে উন্মুক্ত ক্যাটাগোরিতে। প্রতিযোগিতার প্রত্যেক ক্যাটাগোরির ছয়জনকে পুরস্কৃত করা হবে। তার মধ্যে প্রতি ক্যাটাগোরির প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারকারীদের প্রাইজমানি দেওয়া হবে। সব মিলিয়ে মোট ২ লাখ ৮০ হাজার টাকার প্রাইজমানি পাবেন বিজয়ীরা। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। অনলাইন পার্টনার রাইজিংবিডি.কম।
|