
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৫টি কো¤পানির ২৭ কোটি ১৭ লক্ষ ৬৮ হাজার ২৮৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৬৬৬ কোটি ১৩ লক্ষ ৫৯ হাজার ৮০৩ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক পয়েন্ট কমে ৬৫৫১.৪৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৬.৯৪ পয়েন্ট কমে ২৩৭৪.৮৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১২.০৩ পয়েন্ট কমে ১৪৩৬.৩৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬টি কোম্পানীর শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- অরিয়ন ফার্মা, বেক্সিমকো লিঃ, বিএসসি, জেএমআই হসপিটাল, শাহজিবাজার পাওয়ার, লাফার্জহোলসিম, অরিয়ন ইনফিউশন, এ্যাকমী ল্যাবরেটরিজ, বসুন্ধরা পেপার, শাইনপুকুর সিরামিকস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ইনডেক্স এগ্রো, মীর আখতার হোসাইন, সী পার্ল বীচ, বসুন্ধরা পেপার, এডভেন্ট ফার্মা, বিডিকম অনলাইন, ডোরিন পাওয়ার, আরএসআরএম স্টিল, এডিএন টেলিকম ও ইন্দো-বাংলা ফার্মা। দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- জুট স্পিনার্স, বিডি ওয়েল্ডিং, ইস্টার্ন ক্যাবলস, নর্দান জুট, এটলাস, সিনোবাংলা, সোনালী আঁশ, আজিজ পাইপস, কোহিনুর কেমিক্যালস ও জিকিউ বলপেন।