শিরোনাম: |
৯ম কালার বাজেরিগার এক্সিবিশন-২০২২
৯ম কালার বাজেরিগার এক্সিবিশন-২০২২
|
![]() অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 'প্রাণিসম্পদ অধিদপ্তর'-এর সম্মানিত মহাপরিচালক ডাঃ মনজুর মোহাম্মদ শাহজাদা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপরিচিত ক্যাটেল ফার্ম 'সাদিক এগ্রো' এর স্বত্ত্বাধিকারী ও 'বাংলাদেশ ডেইরি ফারমার্স এসোসিয়েশন’-এর সভাপতি মোহাম্মদ ইমরান হোসাইন। ![]() বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট সম্মানিত অতিথিবৃন্দের পাশাপাশি নানা বয়সের পশুপাখিপ্রেমী মানুষের উপস্থিতি আয়োজনে যোগ করে এক ভিন্ন মাত্রা। উল্লেখ্য, ‘বাজেরিগার সোসাইটি অফ বাংলাদেশ’ জন্মলগ্ন থেকেই উদিয়মান তরুণ ও যুবসমাজকে মাদকদ্রব্যসহ বিভিন্ন অপসংস্কৃতি হতে দূরে রাখতে খাঁচার পাখি পালনে উৎসাহিত করে আসছে। খাঁচার পাখিপালন দেশের যুবসমাজের জন্য সুস্থ বিনোদনের মাধ্যম হওয়ার পাশাপাশি তাদের স্বাবলম্বী হওয়ার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ ভুমিকা রেখে আসছে। বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে অর্থনীতিতে বিশেষ অবদান রাখার ক্ষেত্রে খাঁচার পাখি রপ্তানি একটি সম্ভাবনাময় খাত হিসেবে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। |