শিরোনাম: |
সাংবাদিকদের সমালোচনার মাধ্যমে পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করবো; প্রো-ভিসি
ইবি প্রতিনিধি :
|
![]() মঙ্গলবার (২২ নভেম্বর) বিকাল ৩ টায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের আয়োজনে প্রশাসন ভবনের কনফারেন্স রুমে 'মিট দ্য প্রেস' প্রোগ্রামে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র মুখে স্বীকারোক্তি দিয়ে নয় বরং আন্তর থেকে ভালোবাসতে হবে। বিশ্ববিদ্যালয়ের চলমান যে সংকট রয়েছে, সেই সংকট আপনাদের মাধ্যমে ও বিভিন্নভাবে জানতে পেরেছি। আমরা ভিসির সাথে কথা বলে এগুলো সংশোধন করবো।' সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্বে তিনি সমাবর্তন, আবাসন সংকট, মাদকমুক্ত ক্যাম্পাস, ডিজিটালাইজেশন, ডিজিটাল আইডি কার্ড, অন স্টপ সার্ভিস, বিশুদ্ধ পানির ব্যবস্থা, ইকুয়েপমেন্টের পর্যাপ্ততা নিশ্চিতকরণসহ বিভিন্নদিক আলোচনা করেছেন। মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত এইচ.এম আলী হাসান, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. আসাদুজ্জামান। এসময় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন ওয়াসিম ও যুগ্ম সাধারণ সম্পাদক ইমানুল সোহান সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। |