শিরোনাম: |
স্কাউটস সদস্যদের প্রথম কাজ নাগরিকদের সেবা দান করা- প্রো-ভিসি
ইবি প্রতিনিধি :
|
![]() রবিবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টিএসসিসি'র ১১৬ নম্বর কক্ষে 'গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন' শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান এসব কথা বলেন। সংগঠনটির সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান ও বিএনসিসি'র প্রধান সমন্বয়কারী কর্মকর্তা প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন। সংগঠনটির সাধারণ সম্পাদক এস. এ. এইচ. ওয়ালিউল্লাহ'র সঞ্চালনায় কর্মশালায় রোভার স্কাউট গ্রুপের প্রায় অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন খুলনা বিভাগীয় রোভার সমন্বয়ক সাব্বির হোসেন জয়। |