শিরোনাম: |
'ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ' কুষ্টিয়া ইউনিট'র নেতৃত্বে সবুজ-মোতালেব
ইবি প্রতিনিধি
|
![]() সোমবার (২৮ নভেম্বর) দ্যা হাঙ্গার প্রজেক্ট, যশোর অঞ্চলের একাউন্টস অফিসার অধীশ দাস ও আঞ্চলিক সমন্বয়কারী রকিবুল ইসলাম রকি আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন দৈনিক প্রতিজ্ঞার সম্পাদক ও প্রকাশক নূরুন্নাহার সীমা এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য এস. এস. রুশদী। ১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম কো-অর্ডিনেটর পিংকি খাতুন, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক রানা হামিদ, প্রশিক্ষণ সম্পাদক মাহফুজ আলী, প্রচার ও কর্মশালা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান। সদস্য হিসেবে রয়েছেন মুরসালীন হোসেন, ফাহিম হাসনাত, ইমরান হোসেন, রজনী খাতুন ও ইসরাত জাহান জেবা। উল্লেখ্য, ‘ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’ আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’র অনুপ্রেরণায় সৃষ্ট একটি ছাত্র সংগঠন। শিক্ষার্থীদের নেতৃত্বেই এ সংগঠন পরিচালিত। এ সংস্থার প্রতিটি সদস্য নিজের উন্নত ভবিষ্যৎ নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টির প্রত্যাশার লক্ষ্যে এটি পরিচালিত। সংগঠনটি ১৯৯৫ সালে যাত্রা শুরুর পর থেকে এখন দেশের অন্যতম একটি স্বেচ্ছাব্রতী আন্দোলনে রূপ নিয়েছে। |