শিরোনাম: |
প্রকাশিত হলো কন্ঠশিল্পি ওমর ফারুকের নতুন রোমান্টিক গান জনম জনম
|
![]() একটি গান শ্রোতারা দু/এক মিনিট দেখে ভাল মন্দ সিদ্ধান্ত দিয়ে দেন অথচ তারা জানেন না এই গানটি সম্পন্ন হতে কত জনের মেধা, পরিশ্রম, টাকা, ও কত সময় ব্যয় হয় । তিনি আরো জানান জনম জনম গানটি খুব সুন্দর লোকেশনে অনেক সময় নিয়ে তৈরি করা হয়েছে । আশা করি গানটি সবার ভাল লাগবে, এবং অনুরোধ রইল সবাই আমার পুরো গানটি শুনবেন । ভক্ত শ্রোতারা শুনলেই সংগীত শিল্প বেচে থাকবে, শিল্পিরা বেঁচে থাকবে । ভাল কিছু সৃষ্টি হবে । সমৃদ্ধ হবে শিল্প ও সংস্কৃতি জগত । পরিশেষে সংগীতানুরাগী সকলের কাছ থেকে দোয়া ও ভালবাসা চান, ভাল গান শোনার আহব্বান জানান কন্ঠশিল্পি ওমর ফারুক।
|