শিরোনাম: |
এনসিসি ব্যাংক তার ক্রেডিট কার্ডের গ্রাহকগণ এর জন্য “মেডিকেল সেকেন্ড ওপিনিয়ন সার্ভিস” সুবিধা চালু করেছে
|
![]() নথিপত্রের পুনঃমূল্যায়ন করাতে পারবেন। মেডিগাইড ইন্টারন্যাশনাল, এলএলসি, ইউএসএ এর গ্রুপ সিইও পল এম ভার্মিউলেন এর উপস্থিতিতে (ভার্চুয়াল), এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এবং ইউক্লিড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস্ধসঢ়;
এর ম্যানেজিং পার্টনার তীর্থাম দেব স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, উপ- ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ রাফাত উল্লা খান, মোঃ মাহবুব আলম ও এম. আশেক রহমান, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী, ইভিপি ও হেড অব মার্কেটিং এন্ড ব্রাঞ্চেস ডিভিশন মোহাম্মদ রিদওয়ানুল হক, মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, হেড অব কার্ডস জোবায়ের মাহমুদ ফাহিম সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। |