শিরোনাম: |
উৎসর্গ: অধ্যক্ষ ছালেহ আহমদ -কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ
আয়-ব্যয়, মোঃ মহিউদ্দিন বন্ধু
|
![]() পড়বেনা ঋণের কব্জায়। যদি পারো করো সঞ্চয় মন যদি চায় করো কিছু দান। প্রকৃতি বলে, যদি করো দান, প্রকৃতি দেবে তোমায় বহু প্রতিদান। অবুঝ মানুষ করে না দান, যদি করত দান হত মহান যদি অন্যায় করে আয় করো দ্বিগুণ ব্যয় হয় যে তার চারগুণ ভাই, দ্বিগুণ আয়ের কারণে যদি হয় অসুখ, তুমি কি তাতে পাও সুখ? আবার টাকা খরচ হয় জলের মতন ডাক্তার হেসে কয়, খেয়েছিলে দ্বিগুণ দিয়ে যা চারগুন। বোনাস তো আছে , কাটব নাড়ি ভূড়ি সৎ পথে আয় করো ব্যয় কর আয় অনুসারে। কোরো না অপচয় জানো তুমি অপচয়ে কি ! সোভিয়েট ইউনিয়ন দিত ফ্রি রুটি। অপচয় করতে করতে খেলল ফুটবল। তারপর নামল অর্থনীতির ধস ভাবুন সে প্রাচীন গ্রীসের কথা ছিল তারা কেমন। বিলাসের কারণে হল আজ নামখ্যাত দেউলিয়া পন্যের দাস হয়ো না, কেনাকাটায় করো না অপচয়। তাহলে হয় যে ঋণ , ঋণের চিন্তায় পরিবারের স্বর্গ হয় নরক চিন্তায় হয় যদি হার্ট অ্যাটাক, তাহলে তো তুমি শেষ । বহু লোক ঋণের চিন্তায় ,খেয়েছে অশান্তির ফাঁসি। দেখ খুঁজে ইতিহাসের পাতায়। জিনিস কিনতে চাইলে নিজেকে প্রশ্ন কর এটা কি আমার প্রয়োজন? অত্যন্ত প্রয়োজন? এটা ছাড়া কি আমার চলবে না?ঋণ ছাড়া কিনতে পারব কি? চার প্রশ্নের উত্তর যদি হয় হাঁ । নিয়ে নাও জিনিসপত্র। এভাবে চললে হবে না অপচয়। আয় অনুসারে করলে ব্যয় বাঁচবে তুমি হবে না অশান্তি । এগিয়ে যাবে দেশের অর্থনীতি বিশ্বে ফিরে আসবে শান্তি সমৃদ্ধি দান ,সদাচরণ,সেবাই হবে সেরা মানুষের পরিচিতি। এভাবে হবে বিশ্ব ক্ষুধা, ঋণ, অপচয় থেকে মুক্তি। লেখক মোঃ মহিউদ্দিন বন্ধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট - পরিবেশবন্ধু ভলেন্টিয়ার্স |