বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ২০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান       হাইকমিশনে হামলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার গভীর ষড়যন্ত্র : গোলাম পরওয়ার       আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বিএইচটি ইন্ড্রাস্ট্রিজ এর মধ্যে পে-রোল চুক্তি স্বাক্ষর       আজকের শেয়ারবাজার        এশিয়ার তিন দেশ সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী       ব্যাংক খাতে প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়       আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ      
‘আলম পরিবার’ সমাজকে আলো দেখাচ্ছেন
‘আপনারো করো উন্মোচন’ প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৭:৩৮ পিএম |

১৩ই ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে শিক্ষাবিদ সাহিত্যিক ও জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলমের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তৃতীয় চোখ প্রকাশিত ‘আপনারে করো উন্মোচন’ সম্মাননা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
 
অধ্যাপক ড. সুমন হায়াতের সঞ্চালিত উক্ত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন, ক্যাপ্টেন আজিুল ইসলাম, অধ্যাপক ড. হায়াত হোসেন, অধ্যাপক ড. এম এ করিম,  কবি নিতাই সেন, কবি আসাদ মান্নানসহ চট্টগ্রামের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের সর্বস্তরের সুধীজন। স্বাগত ভাষণ দেন তৃতীয় চোখের কর্ণধার কবি আলী প্রয়াস।
প্রধান অতিথি অনুপম সেন বলেন, মোহীত উল আলম বিখ্যাত ‘আলম পরিবারে’র যোগ্য উত্তরসুরী, তিনিও তার বাবার মতো মেধা ও কর্মগুণে সকল ক্ষেত্রে সফলতার সাক্ষর রেখে চলেছেন। দীর্ঘ সময়ের শিক্ষকতা ও বহুবিধ সাহিত্য সৃষ্টির মাধ্যমে সমাজকে আলো দেখাচ্ছেন।

জন্মদিনে সংবর্ধিত মোহীত উল আলম বলেন, জীবন একটি সামগ্রিক প্রক্রিয়া। সমগ্রতার ভেতর দিয়ে জীবনকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে হবে। জন্ম-মৃত্যু এই সমগ্রতারই স্বাভাবিক একটি অংশ। ব্যক্তির অর্জন নিয়ে এগিয়ে যাওয়ার মধ্যেই সমাজ-সভ্যতার অগ্রগতি নির্ভর করে, তাতেই মানবসমাজ আলোর সন্ধান পায়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা জ্ঞাপন করেন কবি বিশ্বজিৎ চৌধুরী, মহিউদ্দিন শাহ আলম নিপু, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, কবি আকতার হোসাইন, কবি জিন্নাহ চৌধুরী, ড. আজাদ বুলবুল, শামসুদ্দিন শিশির, বিটিভি চট্টগ্রামের পরিচালক মাহফুজা আক্তার, ড. আতাউর রহমান, অধ্যাপক আলেক্স আলীম, অধ্যাপক নাইমা সেহেলী, অধ্যাপক সাদাত জামান খান, মুহাম্মদ শামসুল ইসলাম, অধ্যাপক কবি মুজিব রাহমান, মউদুদুল আলম, ডেইজি মউদুদ, মোহাম্মদ ইউনুচ প্রমুখ।

‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানের সাথে সাথে প্রদীপ প্রজ্জ¦লনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথমেই সুধীজনরা ‘আপনারে করো উন্মোচন সম্মাননা গ্রন্থে’র মোড়ক উন্মোচন করেন এবং পরিবার ও স্বজনদের নিয়ে কেক কাটেন সম্মাননাপ্রাপ্ত কবি মোহীত উল আলম। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, মো. মুজাহিদুল ইসলাম, শাহনাজ পারভীন সিঁথি, নিশাত হাসিনা শিরিন ও গান পরিবেশন করেন দুহিতা চৌধুরী, রুমানা চৌধুরী, শীলা চৌধরী ও প্রিমিয়ার ইউভাসিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।  প্রেস বিজ্ঞপ্তি






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com