শিরোনাম: |
ইবিতে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন
ইবি প্রতিনিধি:
|
![]() জানা যায়, নির্বাচনে ১৫টি পদের বিপরীতে আওয়ামী, বিএনপি ও জামাতপন্থী ৩টি পূর্ণাঙ্গ প্যানেল ও পৃথকভাবে ১ জন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভোট দিয়েছেন ৩৫১ জন শিক্ষক এবং অনুপস্থিত ছিলেন ৫৩ জন। নির্বাচন কমিশন সূত্রে, ড. জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও ড. তপন কুমার জোদ্দারকে সাধারণ সম্পাদক করে আওয়ামীপন্থী শিক্ষকদের পূর্ণাঙ্গ প্যানেল, ড. এমতাজ হোসেনকে সভাপতি ও ড. ইদ্রিস আলীকে সাধারণ সম্পাদক করে বিএনপিপন্থী শিক্ষকদের পূর্ণাঙ্গ প্যানেল এবং ড. আবু সিনাকে সভাপতি ও ড. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে জামায়াতপন্থীদের পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও স্বতন্ত্রভাবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ড. খন্দকার তৌহিদুল আনাম । নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষকরা নিয়মতান্ত্রিকভাবেই ভোট দিয়েছেন। ভোট গণনা শেষ হলে আমরা ফলাফল দিবো। |