শিরোনাম: |
বিশ্বকাপ ফুটবল খেলা কেন্দ্র করে রাত আনন্দে উত্তাল ছিল সিলেট
আবুল কাশেম রুমন,সিলেট:
|
![]() রোববার (১৮ ডিসেম্বর) রাতে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতা থাকার পর অতিরিক্ত সময়ে মেসির গোলে ১০৯ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির এই গোলের রেশ না কাটতে কাটতে এমবাপের আবার গোল। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে দলকে ৩-৩ সমতায় এনে টাইব্রেকারে নিয়ে যান এই তারকা। এদিকে, ফাইনাল ম্যাচ জেতার পরপরই সিলেটের রাস্তায় নেমে আসেন মেসিভক্তরা। মধ্যরাতের সিলেটকে উত্তাল করে দেন তারা। মহানগরের জিন্দাবাজারসহ প্রায় সারা শহরের পথ, অলি-গলি তাদের দখলে। আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থকেরা মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করছেন। মিছিল ও শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাজাচ্ছেন ভেপু, উড়াচ্ছেন আর্জেন্টিনার পতাকা। নগরের প্রধান- প্রধান সড়ক ছাড়াও বিভিন্ন অলিগলিতে মিছিল বের করেছেন মেসিভক্তরা। আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরে শত-শত সমর্থক এসব মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়েছেন।রাতের নিরবতা খান খান করে মিছিল ও মোটরসাইকেলশোভাযাত্রা নিয়ে তারা ছুঁটছেন শহরের এ মাথা থেকে ও মাথা। চিৎকার চেঁচামেচিতে প্রিয় দলের বিজয় উদযাপন করছে মেসিভক্তরা।
|