
গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, অ্যাকশন রোমান্স ও সামাজিক সচেতনতা ধর্মী সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশে’ মুক্তির জন্য আনকাট ছাড়পত্র দিয়েছে।হতাশায় ডুবে থাকা শাকিব খান-ভক্তদের জন্য সুখবর। বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘লিডার—আমিই বাংলাদেশ’ সিনেমাটি। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ছাড়পত্র দেওয়া হয় এটিকে। এটি নির্মাণ করছেন পরিচালক তপু খান। সিনেমাতে শাকিব খানের নায়িকা হিসেবে আছেন অভিনেত্রী শবনম বুবলী।শাকিব খানের‘লিডার—আমিই বাংলাদেশ’ সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। এ প্রসঙ্গে নির্মাতা তপু খান বলেন, লিডার দেখে সেন্সর সদস্যরা ফোন করে প্রশংসা করেছেন। প্রথম ছবির আনকাট সেন্সর ও প্রশংসা পাওয়া সৌভাগ্যের ব্যাপার বলে মনে করছি। যেহেতু সেন্সর পেয়েছে ‘লিডার-আমিই বাংলাদেশ’ , খুব শিগগিরই মুক্তির বিষয়টি জানাবে প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া।গত বছরের ১৮ ফেব্রুয়ারি রাতে রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়ার স্টুডিওতে সিনেমাটির নাম ঘোষণা এবং শিল্পীদের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। সেদিন প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে শাকিব খান, শবনম বুবলী ও তপু খানের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। এর মাধ্যমে দীর্ঘদিন পর আড়াল থেকে প্রকাশ্যে আসেন বুবলী।একই বছরের ২৫ মে রাজধানীর উত্তরায় ‘লিডার—আমিই বাংলাদেশ’ ছবির দৃশ্যধারণের কাজ শুরু হয়। মাঝে শাকিব মার্কিন মুলুকে চলে যাওয়ায় লম্বা সময় ছবিটির কাজ বন্ধ ছিল। এ বছর কিং খান দেশে ফিরেই ছবিটির শুটিংয়ে অংশ নেন। বুবলীর সঙ্গে একটি গানের শুটিংয়ের মাধ্যমে শেষ করেন ছবিটি।
সামাজিক-অ্যাকশন গল্পের ছবিতে নির্মিত হয়েছে ‘লিডার—আমিই বাংলাদেশ’। এতে সমাজ ও দেশের জন্য ইতিবাচক বার্তা আছে। সামাজিক দায়বদ্ধতা থেকে এটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।