শিরোনাম: |
দীর্ঘ ৯ মাস পর অবশেষে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু
|
![]() দীর্ঘ ৯ মাস পর অবশেষে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে আজ শুক্রবার।বৃহস্পতিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে জাহাজ চলাচলের জন্য সিদ্ধান্ত হয়। বিআইডব্লিটিএ -এর চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক নয়ন শীল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের নেতৃত্বে মিটিংয়ে টেকনাফ- সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচলের জন্য মতামত চাওয়া হয়েছিল। পরিস্থিতি শান্ত থাকার কারণে সবাই তাতে সম্মতি জানান। সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা আজিজ বলেন, দীর্ঘদিন পরে হলেও টেকনাফ- সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়ায় আমাদের দ্বীপবাসীর জন্য ঈদের চাঁদ উঠেছে মনে হচ্ছে। টেকনাফ থেকে পর্যটক বাহি জাহাজ আসলে ব্যবসা বাণিজ্যে দ্বীপবাসী বড় ধরণের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে। গত বছরের মার্চ মাসে এই রুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। |