শিরোনাম: |
এসএসসি ’৯৮ ব্যাচের রজত জয়ন্তী অনুষ্ঠান “ঐক্যের ৯৮” অনুষ্ঠিত
|
![]() অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জনাব কাজী মোতাহের হোসেন, ইভিপি এবং প্রধান, মানব সম্পদ বিভাগ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রোগামের টাইটেল স্পন্সর আল মাহমুদ রিয়েল এস্টেট এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ আহমেদ সহ অন্যান্য পরিচালকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপ সংগঠক রিমন, নজরুল, ফারুক, বুলু, বাবু, মেহেদী, শিপন, পলি, নুরুল্লা, ওমর, মুহিবুল, সজিব, সজিব সিকদার, সাবিহা, আশা, মুশফিক, নিপল, আজমীর, আমজাদ,সাজ্জাদ, জামাল, সুমন, রাজ্জাক এবং লিমিসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা। সকল বন্ধুদের ঐক্য, সৌহার্দ্য এবং অভিন্ন স্বত্তার বন্ধনে গড়া ঐক্যের ’৯৮ গড়ে তোলার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
|