শিরোনাম: |
আজকের শেয়ারবাজার
|
![]() লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্ক, বসুন্ধরা পেপার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আইটিসি, শাইনপুকুর সিরামিক, লাফার্জহোলসিম, ওরিয়ন ফার্মা, বিডিকম অনলাইন ও সী পার্ল বীচ। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- আইটিসি, ঢাকা ইন্স্যুরেন্স, জেমিনী সী ফুড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ইনটেক লিঃ, ইউনিয়ন ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও কর্ণফূলী ইন্স্যুরেন্স। দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ইসলামি ব্যাংক বাংলাদেশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মালেক স্পিনিং, হাওয়া ওয়েল টক্সটাইল, লাফার্জহোলসিম, ইন্ট্রাকো রিফুয়েলিং, ওরিয়ন ইনফিউশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জুট স্পিনার্স ও শমরিতা হসপিটাল।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৫৬৮৪১৩৩৩৭২৭৩.০০ |