শিরোনাম: |
শেরপুরের শ্রীবরদীতে ডিক্রীপ্রাপ্ত জমি হস্তান্তর
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
|
![]() মামলা সূত্রে জানা যায়, আলহাজ্ব মো, তোফাজ্জল হোসেন বাদী হয়ে চক্রপুর মৌজার সাড়ে ৭২ শতাংশ জমি ১০-০৫-২০১২ইং তারিখে সহকারি জজ আদালতে জহুরা বেগম গংদের বিরুদ্ধে জবর দখলের অভিযোগ তুলে মামলা দায়ের করেন। যার মামলা নং ৯১/১২। মামলাটি ডিক্রি হলে গত ১৯ জানুয়ারি জবর দখলকৃত স্থাপনা উচ্ছেদ করে বাদী পক্ষকে বুঝিয়ে দেয়ার জন্য নির্দেশ দেন আদালত। এরই প্রেক্ষিতে ওইদিন বিকালে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড ইফতেখার ইউনুস ঘটনাস্থলে গিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৫০ শতাংশ জমি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জজ কোর্টের নাজির আমিনুল ইসলাম বাদল ও অ্যাডভোকেট কমিশনার মো, শেখ ফরিদ। |