শিরোনাম: |
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের সমাবেশ
|
![]() সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় বাহাদুর শাহ পার্কে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়। সকাল ১১টার পরপরই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বাহাদুর শাহ পার্কের দুটি প্রবেশপথ দিয়ে যুবলীগ নেতারা তাদের কর্মীসহ ঝাঁকে ঝাঁকে সমাবেশে প্রবেশ করতে থাকেন। যুবলীগের এই সমাবেশকে ঘিরে বাহাদুর শাহ পার্ক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, সঞ্চালনায় আছেন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতারা উপস্থিত আছেন।
|