শিরোনাম: |
নীলফামারীতে আগামীকাল শুভ উদ্বোধন দি এক্সক্লসিভ রেস্টুরেন্ট নবাবী ভোজ
সাইফুল ইসলাম মানিক নীলফামারী।
|
শহরের আনন্দ বাবুরপুল এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিকমানের খাবারের এই হোটেলটি ১৫ ফ্রেব্রুয়ারী বিকেল ৩টায় শুভ উদ্বোধন করবেন,মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ ম্যাব সভাপতি ও নীলফামারী পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী শহরের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী আবুল কাশেম বাচ্চুর এক্সক্লোসিভ এই নবাবী ভোজ রেস্টুরেন্টে সকালের নাস্তার তালিকায় থাকবে, নবাবী স্পেশাল পড়োটা,প্যাচপড়োটা সিদ্ধরুটি,ভেজিটেবল সিঙ্গারা,কিমাপুরি ,চিকেন রোল, ভুনা খিচুরীর সাথে গরুরমাংস,কালোভুনা ও ,লালভুনা এবং বিকেলের খাবারের তালিকায় থাকবে,নবাবী প্যাচপড়োটা ,বাটারনান ,গার্লিক নান, নবাবী স্পেশাল নান, নবাবী স্পেশাল মোগলাই, নবাবী শাহী হালিম, চিকেন আচারী, চিকেন মাছালা,বিপশিক কাবাব, মাটান শিককাবাব, হাড়ীগোজ ও হাড়ী মটকা। সবগুলো মুখরোচক খাবারের গুনগতমান ও সঠিক পরিবেশনের জন্য নেয়া হয়েছে সুদক্ষ কারীগর ও পরিবেশন টিম। যাদের বাধ্যতামূলক সকলকে পড়তে হবে রেস্টুরেন্টের দেওয়া পোষাক ও হাতে গ্লোফ মুখে মাস্ক ও মাথায় নেডটুপি। সকাল থেকে রাত পৰ্যন্ত চলবে এই নবাবীভোজ যা এই শহরকে দিবে এক নতুনরুপ। তবে টাটকা খাবার ও স্বল্পলাভে রেস্টুরেন্টি পরিচালনার আশ্বাস দিয়েছে কতৃপক্ষ।নীলফামারী থেকে ৭১ বাংলা টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম মানিকের রিপোর্ট। |