শিরোনাম: |
রাজাপুর একুশে বই মেলার স্টলে দর্শনার্থীর উপচে পড়া ভিড়
|
![]() শুক্রবার সন্ধ্যার পর নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ পাবনা জেলার সরকারী কর্মকর্তা,রাজনীতিক ও সাংবাদিকদের সাথে নিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে উদ্বোধনীর প্রথম দিন শুরু থেকে মেলার শেষ দিন পর্যন্ত মেলা মাঠের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে আগত বিশিষ্ট ব্যক্তিদের জ্ঞানগর্ভ আলোচনাসভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃতি,বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখায় প্রতিবারের ন্যায় এবারও জমে উঠেছে। এছাড়াও মেলা মাঠের নিদিষ্ট বক্সে মন্তব্য বইয়ে মন্তব্য লেখার পাশাপাশি রক্তদান কর্মসূচি,র্যাফেল ড্র মেলায় আগত দশৃনার্থীদের আকর্ষণ বাড়িয়ে দেয়। প্রথমও দ্বিতীয় দিনে স্বপ্ন কম্পিটার বই স্টল ও নূর লাইব্রেরী স্টলে বই প্রেমীদের উপচেপড়া ভিড় লক্ষ্যকরা যায়। এসব স্টলে চাহিদার তুলনায় বিক্রিও বেশি হচ্ছে বলে স্টল মালিকরা জানিয়েছেন। মেলামাঠে পরিপাটি করে সাজানো এবং চোখ ঝলসানো আলোক সজ্জা করায় মাঠের বিভিন্ন স্থানে মেলায় আগত ক্রেতা,বিনোদনপ্রিয় মানুষ ও দর্শনার্থীদের ফটোশেসনে অংশ নেওয়া অন্যান্য দর্শনার্থীদের আকৃষ্ট করে তোলে।# ক্যাপশন (১)॥ মেলা মাঠের বিভিন্ন স্টলে উপচে পড়া দর্শনার্থীর ভিড়। ক্যাপশন (২)॥ মেলা মাঠে দর্শনার্থীদের ফটোশেসনের একাংশ। তৌহিদ আক্তার পান্না
|