শিরোনাম: |
ভালো নেই মাতৃভাষা ও কবিগণ এ কে সরকার শাওন
|
![]() সেভেনটি ওয়ান সংবাদ : মাতৃভাষা দিবসে কেমন আছেন কবি? এ কে সরকার শাওন : মাতৃভাষা বাংলা ভালো নেই! যেখানে " আপনাকে স্বাগতম জানাচ্ছি" না বলে নটির দল বলে "অনুষ্ঠানে আপনাকে ওয়েলকাম করছি "! একটু লেখাপড়া করেই দুই হাতের আঙ্গুল ও শরীর নাচিয়ে নায়িকারা যখন তখন "বাহ" এর জায়গায় "ওয়াও" বলে যেখানে কি করে বলি প্রিয় বাংলা ভাষা ভালো আছে? মাতৃভাষা বাংলা আজ দোআঁশলা বাঙালী ও দোআঁশলা মিডিয়ার খপ্পরে। সেখা কোন বাঙ্গালী ভালো থাকতে পারে না। কবি সাহিত্যেক ভালো থাকার প্রশ্নই আসে না।
|