শিরোনাম: |
স্কলারশিপে মাষ্টার্স করতে মেলবোর্ন যাচ্ছেন নাজমুন সালেহীন তৃষা।
|
![]() তৃষা কবি এ কে সরকার শাওন ও শিক্ষাবিদ নাজমা আশেকীন শাওনের জ্যেষ্ঠ রাজকন্যা। কবির মেঝো রাজকন্যা আঁকিয়ে কামরুন সালেহীন তৃনা ভারত সরকারের স্কলারশিপ (স্টাডি ইন ইন্ডিয়া ) নিয়ে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের কলিঙ্গ ইন্সটিটিউট অব ইন্ডাষ্ট্রিয়াল টেকনোলজি (কিট) এ এরোস্পেস ইন্জিনিয়ারিং এ পড়ছে। কবির কনিষ্ঠ রাজকন্যা শামসুন সালেহীন তূর্ণা মস্কোতে অবস্থিত রাশিয়ার টপ মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট "সেচেনভ ইউনিভার্সিটি"তে ডাক্তারী পড়ছে। তৃষারা স্থায়ীভাবে ঢাকায় উত্তরখানে (শাওনাজ ভবন) বসবাস করলেও তাদের শেকড় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গোপালপুর সরকার বাড়ি। তিন রাজকন্যার সুন্দর ও সোনালী ভবিষ্যতের জন্য বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী সহ সকলের নিকট দোয়া চেয়েছেন কবি এ কে সরকার শাওন।
|