শিরোনাম: |
স্কলারশিপে মাষ্টার্স করতে মেলবোর্ন যাচ্ছেন নাজমুন সালেহীন তৃষা।
|
ভারত সরকারের (SII) ডুয়েল স্কলারশিপে মাষ্টার্সের শেষ বর্ষ সম্পন্ন করতে নাজমুন সালেহীন তৃষা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ২৫ ফেব্রুয়ারী ২০২৩ রাতে মেলবোর্নের উদ্দেশ্যে মুম্বাই ত্যাগ করবেন। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাবে তার স্বামী ব্যান্ক এশিয়ার কর্মকর্তা রাকিব হাসান রুমেন। মেলবোর্নে গ্রহন করবে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। সে ইন্ট্যারন্যাশনাল ডেভলপমেন্ট ইন্ডেক্স বিষয়ে মাষ্টার্সের প্রথম বর্ষ সম্পন্ন করেছেন মুম্বাইয়ের টাটা ইন্সটিটিউট অব সোস্যাল সাইন্সে (TISS) এবং দ্বিতীয় বর্ষ সম্পন্ন করবেন অষ্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত মোনাশ বিশ্ববিদ্যালয়ে। এ বিষয়ে মুম্বাইয়ের টাটা ইন্সটিটিউট অব সোস্যাল সাইন্সের সাথে মোনাশ বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ চুক্তি রয়েছে। যমুনা টেলিভিশনের সাবেক নিউজরুম এডিটর তৃষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টিভি এন্ড ফিল্ম স্টাডিজে স্নাতক ডিগ্রী লাভ করেন! তৃষা কবি এ কে সরকার শাওন ও শিক্ষাবিদ নাজমা আশেকীন শাওনের জ্যেষ্ঠ রাজকন্যা। কবির মেঝো রাজকন্যা আঁকিয়ে কামরুন সালেহীন তৃনা ভারত সরকারের স্কলারশিপ (স্টাডি ইন ইন্ডিয়া ) নিয়ে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের কলিঙ্গ ইন্সটিটিউট অব ইন্ডাষ্ট্রিয়াল টেকনোলজি (কিট) এ এরোস্পেস ইন্জিনিয়ারিং এ পড়ছে। কবির কনিষ্ঠ রাজকন্যা শামসুন সালেহীন তূর্ণা মস্কোতে অবস্থিত রাশিয়ার টপ মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট "সেচেনভ ইউনিভার্সিটি"তে ডাক্তারী পড়ছে। তৃষারা স্থায়ীভাবে ঢাকায় উত্তরখানে (শাওনাজ ভবন) বসবাস করলেও তাদের শেকড় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গোপালপুর সরকার বাড়ি। তিন রাজকন্যার সুন্দর ও সোনালী ভবিষ্যতের জন্য বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী সহ সকলের নিকট দোয়া চেয়েছেন কবি এ কে সরকার শাওন।
|