শিরোনাম: |
"বিমসটেকের সাথে উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য" বইটির প্রচ্ছদ উন্মোচিত হয়েছে
|
![]() বক্তারা উদ্যোক্তা তৈরিতে ইনকিউবেটর স্থাপনের উপর জোর দেন। ঢাকা স্কুল অফ ইকোনমিক্সের ফ্যাকাল্টিগুলো ব্যবহারিক জ্ঞান ও দক্ষতার মাধ্যমে উদ্যোক্তা তৈরি করছে-মন্তব্য বিশেষজ্ঞ, প্রাক্তনদের ।স্কুলটি ভিন্ন ধরনের কারণ এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টে স্নাতক, স্নাতক এবং স্নাতকোত্তর ডিপ্লোমা থেকে উদ্যোক্তা বিষয়ে শিক্ষা প্রদান করে যা শুধুমাত্র অর্থনীতি নয় ব্যবসা এবং আইটি এবং ডিজিটালাইজেশনের সাথে সংযুক্ত এবং বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে। "বিমসটেকের সাথে উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য" বইটির প্রচ্ছদ উন্মোচিত হয়েছে৷ বইটি দেশ-বিদেশের একটি গবেষণা ভিত্তিক সমকক্ষ পর্যালোচনাকৃত নিবন্ধগুলির সংকলন৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পোস্টের নির্বাহী সম্পাদক জনাব শিয়াবুর রহমান (শিয়াব) উপস্থিত ছিলেন যেখানে তিনি দেশে উদ্যোক্তা উন্নয়নের বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আনিসুর রহমান, সিইও ও হেড অব স্কুল (প্রিন্সিপাল), অ্যাভেরোস ইন্টারন্যাশনাল স্কুল। সম্মানিত অতিথি ছিলেন চ্যানেল ২৪ এর বিশেষ সংবাদদাতা মো. ফয়জুল সিদ্দিকী, তন্ময় চৌধুরী, সহকারী অধ্যাপক, ডিএসসিই এবং উম্মন নাহার আজমী, ইন-চার্জ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন। ফয়জুল সিদ্দিকী তার ১ম এলিভেটর পিচের অভিজ্ঞতার কথা বললেন যা ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ ,তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ অধ্যাপক মুহম্মদ মাহবুব আলী, পিএইচডি, পোস্ট ডক্টরেট। অধ্যাপক আলী বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ভাবনী ও সৃজনশীল উদ্যোক্তা তৈরি করে যা সমাজকে ইতিবাচক আকারে ব্যবহার করতে পারলে আর্থিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করে। অনুষ্ঠানে সহকারী অধ্যাপক রেহানা পারভিন, সহকারী অধ্যাপক ডাঃ সারা তাসনিম এবং প্রভাষক শামিম আহমেদ বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের সহায়তায় এটিকে সফল করে তোলেন। অন্যদের মধ্যে ঢাকা স্কুল অব ইকোনোমিক্স এর ফ্যাকাল্টি জিশান আরা মিতু, তাসলিমা আক্তার ও মারজিয়া আফরোজ এবং শাহিন রেজার ইংরেজি একাডেমির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মো.শাহিন রেজা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। বইমেলায় ঢাকা টাইমস, ই সময় এবং পালক পাবলিশার্স উপস্থিত ছিলেন। সেরা গবেষণাপত্রের পুরষ্কার দেওয়া হয় ডাঃ সারদানা খানকে, (লেকচারার, সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া), তার সৃজনশীল ও গবেষণা ভিত্তিক মডেলের জন্য। যা ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপিত হয়েছিলো। |