শিরোনাম: |
ফাল্গুনী দীর্ঘশ্বাস এ কে সরকার শাওন
|
![]() আজ তুমি আরও দূরে; মনে হয় দেখিনা যেন হাজার বছর ধরে! তবে তোমায় পড়ে মনে প্রতি ক্ষণে ক্ষণে ; চৈতি তৃষা বুকের মাঝে শ্রাবণে, আশ্বিনে, ফাগুনে! যত তোমায় মনে পড়ে মন পোড়ে শতগুন। স্মৃতির ফলা হাসায় কাঁদায় নিত্য হই যে খুন! মনের মাঝে জমাট মেঘ যেন চির আষাঢ়! তুমি বিনে দিনে দিনে তনুমন ক্ষীণ অসার! চৌচির নয় শতচিরে এ বুকে রক্ত গড়ায়! এতো জল কভু গড়ায়নি তিতাস, পদ্মা, মেঘনায়! মনের মাঝে ঘুণ ধরেছে তোমার অবহেলায়! ভালোবাসা অভিশাপ শুধু আমাদের বেলায়! বর্ষা-ফাগুন নিত্য আগুন মনে চির হাহাকার! দিন কি রাত সব বরবাদ জ্যোস্না হারা আঁধার! দু'টি জীবন দু'টি ধারা রেল রেখা আলবৎ শ্বাসে শুনবে প্রশ্বাসে জ্বলবে আজীবন তাবৎ! হয়তো এই জীবনে আর হবেনা কভু দেখা! তোমার ক্ষমায় ঠাঁই দিও ওগো প্রানের সখা! কবিতাঃ ফাল্গুনী দীর্ঘশ্বাস কাব্যগ্রন্থঃ সজনী এ কে সরকার শাওন শাওনাজ ভবন, উত্তরখান, ঢাকা। ২৮ ফেব্রুয়ারী ২০২৩ |