শিরোনাম: |
আজকের শেয়ারবাজার
|
![]() ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১২.৯১ পয়েন্ট কমে ৬২০৭.৩৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৯৭ পয়েন্ট কমে ২২১৭.৭৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৯৬ পয়েন্ট কমে ১৩৫২.৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৯টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৩টি কোম্পানীর শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, সোনালি পেপার, আরডি ফুড, ওরিয়ন ফার্মা, এডিএন টেলিকম, মেঘনা লাইফ ইন্সুঃ, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং ও আমরা নেটওয়ার্ক। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- আরডি ফুড, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার, ফাইন ফুডস, ব্যাংক এশিয়া, জেমিনী সী ফুড, ডেল্টা লাইফ ইন্সুঃ, সী পার্ল বীচ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারী, সোনালি পেপার ও আল-হাজ্ব টেক্সটাইল। দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- বেঙ্গল উইন্ডসোর, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্সুঃ, আইএফআইএল ইসলামি মি. ফা., মেট্রো স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, প্রগতি লাইফ ইন্সুঃ, বিডিকম অনলাইন, এডিএন টেলিকম ও আইএসএন লিঃ। আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬১৩০২৮৬৪৬৯১৯.০০
|