শিরোনাম: |
রংপুর জমিদারবাড়ীতে ওসমানগনি স্কুলের শিক্ষা সফর ২০২৩ অনুষ্ঠিত
সাইফুল ইসলাম মানিক নীলফামারী।
|
![]() সহকারী শিক্ষক জুয়েল ইসলামের সমন্বয়ে ও অত্র স্কুলের অধ্যক্ষ নবাব উদ্দিনের সহযোগিতায় এসময় ছাত্র/ছাত্রী ,শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন, নীলফামারী সদর উপজেলার টুপামারী রামগঞ্জ সড়কের পাশে সানিতা সিরামিক্স ও টাইলস ফ্যাক্টারী সংলগ্নে অবস্থিত প্লে হতে দশম শ্রেনীর এই আধুনিক শিক্ষা প্ৰতিষ্ঠান ২০১৫ সালে মাত্ৰ কয়েকজন ছাত্র/ছাত্রী দিয়ে পথ চলা শুরু করলেও বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা দাড়িয়েছে প্রায় পাচ শতাধিক । অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদ্বারা পাঠদান ও প্রতিষ্ঠানটি মনোরম পরিবেশ হওয়ায় অল্প সময়ে জায়গা করে নিয়েছে ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের মাঝে। তাই স্কুল ক্লাশের পাশাপাশি শিশুদের মেধাবিকাশের কথা চিন্তা করে বিনোদনের দিক থেকে পিছিয়ে থাকতে চায় না প্ৰতিষ্ঠান টি এজন্য প্রতিবছরে ন্যায় এবছরেও অষ্টম তম শিক্ষা সফর ২০ মার্চ ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়িতে অংশ নিয়েছে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেনীর দেড় শতাধিক শিক্ষার্থী। এসময় তাজহাট জমিদার বাড়ীর কতৃপক্ষের নিয়ম অনুযায়ী দুপরের খাবার মাটিতে বসে খেতে হয়েছে শিক্ষার্থীদের। খাওয়া শেষে প্রত্নতাত্তিক যাদুঘরে থরেথরে সাজানো মাটির পোড়া পুতুল, হাতির দাত, কষ্টি পাথরের পুতুল ও শতবছেরর পুরোনো জিনিসপত্র দেখে পুনরায় মিলিত হয়ে স্কুলে ফিরেন শিক্ষার্থীরা। তাই এই শিক্ষা সফরে আসতে পেরে ভালোলাগার অনুভূতি জানালেন অধ্যক্ষ সহ শিক্ষার্থীরা নীলফামারী থেকে একাত্তর বাংলা টিভির জেলা প্ৰতিনিধি সাইফুল ইসলাম মানিকের রিপোর্ট |