শিরোনাম: |
অর্বাচীনের বড়াই, এ কে সরকার শাওন
|
![]() বাঁচাল কী রঞ্জিত ! মুখে মারে রাজা উজির আর গীবতি গীত! কথার খৈ ফোটা দেখে বিজ্ঞের চোখ কপালে! সবই দেখছি ভুলভাল আবালটা কী বলে! ফেসবুকে বেনামী সে নাই পিতৃ পরিচয়। না বুঝেই মন্তব্য ছোড়ে আহাম্মক কাকে কয়! দেশের খায় দেশে ঘুমায় দেশের পিন্ডি চটকায়! দেশমাতৃকার অশ্রু দেখে উল্লুকের মত লাফায়! সংসারে ঠিক কুলাঙ্গার চায়ের ষ্টলের পন্ডিত! উচ্চস্বরে কথা বলে জানায় জ্ঞানের ভিত! শত শত বিভ্রান্তি ছড়ায় ভুল ভাল বানানে! সারাক্ষণ হি হি মারে ফেসবুকে না জেনে! মূখ্য বিষয় উপেক্ষা করে অজ্ঞানে বিবাদে জড়ায়! বিষয়বস্তু না বুঝেই জ্ঞানী; অর্বাচীনকে কে হারায়! কবিতাঃ অর্বাচীনের বড়াই কাব্যগ্রন্থঃ মূখ্য ও মূর্খ এ কে সরকার শাওন শাওনাজ ভিলা, উত্তরখান, ঢাকা। ৯ এপ্রিল ২০২৩
|