শিরোনাম: |
অপরূপ অরণ্যে, এ কে সরকার শাওন
|
![]() নীড় থেকে দূরে বহুদূরে; কোন এক অচিনপুরে চৈতি তৃষায় মন ছটফট করে! থেমে যাওয়া তপ্ত চরণ ক্লান্ত তনুমন পড়ে ঢলে বেঁকে যাওয়া বৃক্ষের কোলে! পরম মমতায় গাছের ছায়ায় কী যে প্রশান্তি মেলে; যেন মমতাময়ী মায়ের আঁচলে! মৃদুমন্দ বিশুদ্ধ বাতাস গান শোনায় দু'একটি পত্র ফেলে; নিমীলিত চোখ নিমিষেই হারায় অপরূপ অরণ্যে ঘুমের কোলে! এক চিলতে সবুজ বন এক চিলতে প্রান্তর! বাংলাদেশের কথা বলে নিরবে নিরন্তর! কবিতা: অপরূপ অরণ্যে কাব্যগ্রন্থঃ প্রান্তিক প্রান্তরে এ কে সরকার শাওন ১০ মার্চ ২০২৩ টেকপাড়া, হায়দারাবাদ, গাজীপুর। |