শিরোনাম: |
বরফ শীতল ভালোবাসা এ কে সরকার শাওন
|
![]() নীরব কথপোকথন! কবি উন্মুখ দেখতে মুখ সরাও অবগুণ্ঠন! বিষাদ সঞ্চয়িনী অভিমানিনী কপোলে অশ্রুর স্রোত! গ্রন্থের পিছে ঢাকা পড়েছে দুঃখের পৃথিবী তাবৎ! শত কবিতার প্রচ্ছদ পট কবিতার মত ছবি! ছবির নয়নে মন ও মননে ক্ষত বিক্ষত কবি! জুঁই-চামেলী ফুলের মত অপলক নেত্রযুগল! স্তব্ধ অতল বরফ শীতল ভালোবাসায় অবিচল! টলমল আঁখি সজল যতো কাব্য বলে; ফোঁটায় ফোঁটায় মুছে হারায় কাজল ধোঁয়া জলে! কাব্য গাথা কবিতা নয় আঁকড়ে ধরেছো মোরে! মায়া মমতায় আদুরে ছোঁয়ায় রেখোছো জনম ভরে! ![]() আমার সব কথা অনুভব ভাসছে তোমার নয়নে! কবিতা কথা বিরহ ব্যাথা লিখেছো পরম যতনে! কবিতাঃ বরফ শীতল ভালোবাসা কাব্যগ্রন্থঃ আলো ছায়া কবিঃ এ কে সরকার শাওন শাওনাজ ভিলা, উত্তরখান, ঢাকা। ১ মে ২০২৩ |