শিরোনাম: |
ধর্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন
|
চাটখিল উপজেলাধীন রামনারায়নপুর ইউনিয়নের ধর্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ১-আসনের এমপি এইচ এম ইব্রাহীম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন তরুন, ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বাহার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গাজী গোলাম মহিউদ্দিন জিন্নাহ, উপজেলা ও ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ নেতৃবৃন্দসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি ও স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ম্যানেজিং কমিটির সকল সদস্য, অভিভাবকবৃন্দ, স্কুলের প্রধান শিক্ষক, শ্রেণী শিক্ষকবৃন্দ এবং সর্বস্তরের জনগণের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত করা হয়। |