বুধবার ১৩ নভেম্বর ২০২৪ ২৯ কার্তিক ১৪৩১
শিরোনাম: আবারও খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৪৪ হাজার টাকা জরিমানা       উলামাদের মধ্যে রুহানী ঐক্য প্রয়োজন : জামায়াতের আমির       শাইখ সিরাজের বিরুদ্ধে প্রতারণার মামলা প্রত্যাহার ব্রাউনিয়ার       হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন       সাগরে ফের লঘুচাপ যে বার্তা দিল আবহাওয়া অফিস       যোগ্য সিইসি ও কমিশনার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না       শাহজালালে প্রবাসীদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধন      
মোহাম্মদপুর জনতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবনের শুভ উদ্বোধন
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ৮:১৭ পিএম |

আজ চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোহাম্মদপুর জনতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবনের শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ১-আসনের এমপি এইচ এম ইব্রাহীম। এসময় আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ  ইমরানুল হক ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন,  উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী তাহের ইভু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সোহাগ, স্বপন, সারোয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজি শাহীন, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল, ইউনিয়ন পূর্ব আওয়ামী লীগ সভাপতি স্বপন । এছাড়াও চাটখিল উপজেলা ও পৌরসভার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ এবং স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
 






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com