শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ আশ্বিন ১৪৩০
শিরোনাম: শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত হয়েছে - ত্রিপুরা এমপি       এবার বরুড়ার ঝলম ইউনিয়নে ভাগ্যোন্নয়নে এগিয়ে আসলেন শফিউদ্দিন শামীম       আসন্ন ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে গ্রাহক চাহিদার শীর্ষে মিনিস্টার টেলিভিশন       যুদ্ধ ও সংঘাতের পথ পরিহার করে মানব কল্যাণে কাজ করুন: শেখ হাসিনা        বেলজিয়াম সাংবাদিকের দৃষ্টিতে বঙ্গবন্ধু হত্যা, জিয়ার ভূমিকা --বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক       জাতিসংঘ সামনে 'সেপ্টেম্বর লীগ ও দলের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে উত্তেজনা        গভীর সংকট থেকে জাতিকে উদ্ধারে প্রধানমন্ত্রীকে এগিয়ে আসার আহবান      
বর্ণিল আয়োজনে বাবুল্যান্ডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ঢাকায় প্রথমবার ডিজনি প্যারেডের মত আয়োজন
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৬:১৭ পিএম |

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে স্বাস্থ্যকর ও নিরাপদ খেলার জায়গা তৈরিতে উৎসাহ দিতে ঢাকায় একটি বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করে দেশের সবচেয়ে বড় ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড। বাবুল্যান্ডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এই আয়োজনটি রাজধানীর মিরপুর ২ থেকে শুরু হয়ে মিরপুর ১২ নম্বর সেকশনের সামনে গিয়ে শেষ হয়; যেখানে সম্প্রতি উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির প্রথম ফ্র্যাঞ্চাইজি শাখা। বর্ণাঢ্য র‌্যালিতে শিশুসহ প্রায় ২০০ মানুষ অংশগ্রহণ করেন। বর্নাঢ্য এ আয়োজনে ছিল রূপকথার বিভিন্ন চরিত্রের চরিত্রায়ণ, ব্যাবুল্যান্ডের নিজস্ব চরিত্র গাব্বুশ, টুটুন, ক্যাপ্টেন কিকো ও চাম্পু। সাথে আরও ছিল শিশুদের জন্য ম্যাজিক, এবং গান বাজনার আয়োজন ও রংবেরঙের বেলুন ও ফেস্টুন দিয়ে সাজানো ডেকোরেটিভ
ট্রাক ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সরদার এনামুল হক কলিন্স, ফ্রাঞ্চাইজি সদস্যের প্রতিনিধি মো. আসহাদুল্লা হাবিব, খান পাঠান, মো. কামরুজ্জামান শিকদার, মো. তৌহিদুল ইসলাম এবং নাফিজ আহমেদসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অভিভাবকবৃন্দ। ঢাকা প্রথমবারের মত এই ধরনের ভিন্নধর্মী একটি প্যারেড আয়োজন করা হয়, যা উত্তর আমেরিকায় জনপ্রিয় ডিজনি প্যারেডের মতো। বাবুল্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা, ইশনাদ চৌধুরী বলেন, “ক্রমবর্ধমান প্রযুক্তির দ্বারা গ্রাস করা বিশ্বে, শিশুদের শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে বেড়ে ওঠার সুযোগ প্রদান করা আমাদের কর্তব্য। বাবুল্যান্ড শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সামাজিক বিকাশের বিষয়ে কথোপকথন শুরু করতে চায়।“

বর্তমানে ঢাকায় সাতটি শাখা পরিচালনা করছে এবং এর মাধ্যমে প্রতি মাসে ৭০,০০০ শিশুকে সেবা দিচ্ছে, বাবুল্যান্ড। দেশব্যাপী বাবুল্যান্ড শিশুদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বদ্ধ পরিকর।






আরও খবর


Chief Advisor:
A K M Mozammel Houqe MP
Minister, Ministry of Liberation War Affairs, Government of the People's Republic Bangladesh.
Editor & Publisher: A H M Tarek Chowdhury
Sub-Editor: S N Yousuf

Head Office: Modern Mansion 9th Floor, 53 Motijheel C/A, Dhaka-1223
News Room: +8802-9573171, 01677-219880, 01859-506614
E-mail :71sang[email protected], [email protected], Web : www.71sangbad.com