শিরোনাম: |
শান্তি সমাবেশ করে লাভ নেই, জনগণ সব বোঝে: নিতাই রায়
|
![]() শুক্রবার বিকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জনসমাবেশের পূর্বে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, এই সরকার ভোট ও গণতন্ত্র নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। জনগণকে তাদের বাঁচার অধিকার থেকে বঞ্চিত করছেন। জনগণের সঙ্গে তামাশা করতে গিয়ে আওয়ামী লীগ আজ তামাশার দলে পরিণত হয়েছে। তাই বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। আন্দোলন করে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহাফুজ উন নবী ডন, বিএনপি নেত্রী শাহিদা বেগম জোস্না, জেলা বিএনপির আনিছুর রহমান লাকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
|