শিরোনাম: |
গোবিন্দগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
|
![]() আজ ঝড়ে মাদ্রাসার তিনটি গাছ উপরে আবাসিক টিন সেড ঘরের উপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ের পর থেকে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। 'মঙ্গলবার জোহর বাদ আকর্ষিক ঝড়ে ১ টি নিম, ১ টি কাঁঠাল, ১ টি মেহগনি গাছ উপরে আবাসিক টিনের ঘরের উপর পরে ঘরের টিন সহব্যাপক ক্ষতি হয়েছে। এতে নুরানি বিভাগের ২ জন ছাত্র গাছের নিচে পরলেও সামান্য আহত হয়েছে। এদিকে, উক্ত মাদ্রাসার সেক্রেটারী সহ অধ্যাপক কাজী রায়হান কবীর লিপন জানান, ঝড়ে তাদের মাদ্রাসার অনেক ক্ষতি হয়েছে। যেহেতু মাদ্রাসা টি দানশীল ব্যক্তিদের সাহায্য সহযোগিতায় চলে তাই বিত্তশালী দের ও প্রশাসনের সাহায্য সহযোগিতা কামনা করেছেন।
|