শিরোনাম: |
পাহাড়তলীতে ৯৪ বোতল ফেনসিডিলসহ মাদককারবারি গ্রেফতার
|
![]() এসআই শাহেদ বলেন, মো. জীবনের শয়ন কক্ষে অভিযান চালিয়ে মেঝের এক কোনায় চটের বস্তার ভিতর রক্ষিত ৯৪ বোতল কোডিন জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় জীবন পালিয়ে যায়। মাদককারবারি মো. সেলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদককারবারি মো. সেলিম উদ্দিন মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের সৈদালি গ্রামের আবু তাহেরের পুত্র। এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে আসামিরা পেশাদার মাদককারবারি। তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পলাতক জীবনকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
|