শিরোনাম: |
কানেকটিকাটে আমাদের চট্টগ্রামের 'মেজ্জান' ১০ জুন
|
পঞ্চমবারের মতো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজ্জানে এবারো ‘চলন যাই মেজ্জান খাই’ শ্লোগানে অনুষ্ঠিব্য উক্ত মেজ্জান সফল করতে একটি আহবায়ক কমিটিও গঠন করা হয়েছে। এতে ফরিদ চৌধুরী তারেককে আহবায়ক এবং মুস্তাক আহমেদকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এবারের মেজ্জানেও আসতে কোন চাঁদা বা ফি দিতে হবে না তাই চট্টগ্রামবাসীসহ বিভিন্ন অঞ্চলের প্রচুর প্রবাসী বাংলাদেশিদের সমাগম হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কানেকটিকাটে প্রথমবারের মতো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজ্জান গত ২০১৮ সালের ২৩ জুন ব্রিজপোর্টের সীসাইড পার্কে অনুষ্ঠিত হয়। গত বছরের মেজ্জানেও প্রচুর সংখ্যক প্রবাসীদের সমাগম ঘটে। মেজ্জান সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন: ২০৩-৫৫১-৪১৫৯, ২০৩-৫৭০-৩৫৫৮ অথবা ৮৬০-৯৪০-১০৮৮।
|