শিরোনাম: |
নিউ ইয়র্কে দিনাজপুর জেলা সমিতির বনভোজন ১৬ জুলাই
|
![]() দিনাজপুর জেলা সমিতির সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক অ্যাড. আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় ১১ সদস্য বিশিষ্ট বনভোজনের আহবায়ক কমিটি গঠন করা হয়। এবারে আহবায়ক নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক জাবেদ চৌধুরী ভুট্টু এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারেক জাহেরি। ![]() ![]() ওয়েষ্টবুরিতে সভাপতির বাসভবনে গুলশান আরা হোসেনের ব্যবস্থাপনায় এবং নাওশিন রুহিনি হোসেন ও ফারহানা ইয়াসমিন প্রতিভা'র তত্বাবধানে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন-যথাক্রমে মোহাম্মদ মোশারফ হোসেন, অ্যাড. আব্দুর রশিদ, মোহাম্মদ জি কিবরিয়া, রেজাউল করিম বাপ্পী, লুৎফর রহমান, রেজ্জাকুল ইসলাম, মোহাম্মদ শামসুজ্জোহা, মোস্তাফিজার রহমান, আসিফ করিম, জাবেদ চৌধুরী ভুট্টু, মোহাম্মদ তারেক জাহেরি, সামিউর রহমান, মোহাম্মদ এফ আলম নিউমুন, ডা. নার্গিস রহমান, ফতেনুর আলম বাবু, বিপুল সরকার, শাহীন চৌধুরী, মুসা মানিক, শেখ জুয়েল, তারিকুল ইসলাম, হায়দার আলী সরকার, মোহাম্মদ শফিউল্লাহ, শামীম সরকার, সারোয়ার, ফারহানা চিস্তি, মোস্তাক আহমেদ, বিলকিস বি চৌধুরী, রানা পারভেজ, মাহিদুল চৌধুরী, কিবরিয়া হাবীব ও আমিনুর ইসলাম। সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শেখ ফায়েক উদ্দিন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় লোকগান ও সমকালীন গানের শিল্পী কৌশলী ইমা। শিল্পীকে তবলায় সঙ্গত করেন নিউ ইয়র্কের জনপ্রিয় তবলাবাদক স্বপন দত্ত। |