শিরোনাম: |
গাইবান্ধায় বায়োফর্টিফাইড জিংক ধান ও চাল সংগ্রহের সমন্বয় সভা
|
![]() বক্তরা বলেন, মানবদেহে পুষ্টিহীনতা দুরীকরনে জিংক ধানের ভুমিকা অপরিসীম। জিংক অনুপুষ্টির অভাবে শিশু সহ সকল মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শিশুর ঘন ঘন ডায়েরিয়া শিশুর শারিরিক ও মেধার বিকাশ ব্যাহত হয় , শিশুরা বেটে হয়ে যায়, নারীদেও সন্তান ধারন ক্সমতা বাধাগ্রস্ত হওয়া সহ নানা ধরনের জটিলতা দেখা দেয়। এ সব শোকের মধ্যে আশার আলো নিয়ে এবার বাজারে এসেছে আমাদেও দৈনিক পুষ্টির জন্য প্রয়োজনীয় উচ্চ মাএার জিংক সমৃদ্ধও উচ্চ ফলনশীল- বঙ্গবন্ধু ধান ১০০, ব্রি-৭৪, ব্রি-৮৪, ১০২ও বিনা ধান -২০ জাতের চাল। তবেই সুস্থ সবল মেধাবী জাতি গঠনে এই জিংক চাল অগ্রণী ভুমিকা রাখবে।
|