শিরোনাম: |
সিরাজুল আলম খানের জানাজা ও দাফন সংক্রান্ত:
|
বায়তুল মোকাররমে সিরাজুল আলম খানের জানাজা শুরুর প্রাক্কালে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘তাঁর ইচ্ছা, পরিবার, তাঁর গঠিত দল জেএসডির নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেছি। আলোচনা করে আজকের সিদ্ধান্ত, যাতে কোনো বিতর্ক না হয়, জানাজা শেষ করে এখনই আমরা নোয়াখালীর উদ্দেশে যাত্রা করব। উনার বাড়ি বেগমগঞ্জ চৌরাস্তার বামপাশে। ওখানে মা ও বাবার কবরের পাশে উনাকে দাফন করা হবে।’ সিরাজুল আলম ব্যক্তি, পরিবারের সম্পত্তি, দলেরও সম্পত্তি নন সিরাজুল আলম ১৮ কোটি মানুষের সম্পত্তি। তিনি বলেন, ব্যক্তিগত জীবনে সিরাজুল আলম খান কোনো সম্পত্তির লোভ-লালসা করেন নাই। এ কথা বলার সময় কেঁদে ওঠেন আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘বাংলাদেশ নামে একটা দেশ হবে, এটা যখন কেউ চিন্তা করেননি তখন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিউক্লিয়াস গঠন করেছেন। সিরাজুল আলম খান নীরবে-নিভৃতে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমরা ঐক্যবদ্ধভাবে তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করব।’ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম নামাজে জানাজায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল আউয়াল মিন্টু, বরকতউল্লাহ বুলু, খাইরুল কবির খোকন, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, কমরেড সাইফুল হক, জুনায়েদ সাকি, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, কবি মোহন রায়হান, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীগণ অংশগ্রহণ করেন। এছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী সহ দলের কেন্দ্রীয় বিভিন্ন জেলা উপজেলার নেতৃবৃন্দ জানাযায় অংশ নেন। পারিবারিক কবরস্থানে সিরাজুল আলম খানের দাফন সম্পন্ন: আজ বাদ আছর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় আ স ম আবদুর রব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, নোয়াখালী ৩ আসনের এমপি মামুনুর রশিদ কিরণ, এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, কবি ফরহাদ মাজহার, নাজমুল হক প্রধান, মোহাম্মদ সিরাজ মিয়া, কবি মোহন রায়হান, মুন্সি ফারুক, সহ নোয়াখালী এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক রাজনৈতিক নেতৃবৃন্দসহ ওনার শুভাকাঙ্ক্ষী এবং শুভানুধ্যায়ী জানাজায় অংশ নেন। জানাজা শেষে আলিপুর গ্রামের সাহেব বাড়িতে তার পিতা মাতার কবরের পাশেই চিরদিনের জন্য শায়িত করা হয়। |