শিরোনাম: |
জন্মদিন হোক রঙ্গীন,এ কে সরকার শাওন
|
![]() জন্মদিনের সম্ভাষণ! শুভ জন্মদিন হোক রঙ্গীন আলোকিত হোক অঙ্গন! জন্মদিনেও শুভাশিষ প্রতিদিনের মতো। ভালো থেকো সুখে থেকো, থাকো দূরে যতো! সুস্থ-সবল ধী-মনোবল সদা থাকুক চাঙ্গা! আসুক যতো ঝড়-ঝাপ্টা বিপদ, আপদ, মঙ্গা! সুখ-দুখ, হাসি-কান্না সব মিলেয়ে জীবন! প্রয়োজনে একলা চলো খেদিয়ে ভন্ড তাপন! সংসারে সবাই পর সব মায়া মরীচিকা! এইতো জীবনের মূলকথা জীবন বড্ড বাঁকা! বন্ধুর পথে চলো প্রতাপে উঁচু করে শির; জয়মাল্য একদিন পাবে মোছো অশ্রুনীর! কবিতাঃ জন্মদিন হোক রঙ্গীন কাব্যগ্রন্থঃ আলো-ছায়া এ কে সরকার শাওন শাওনাজ ভিলা, উত্তরখান, ঢাকা।
|