শিরোনাম: |
শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের রানার্সআপ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড
|
শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর রানার্সআপ হয়েছে আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ৯ জুন, শুক্রবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলা শেষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী, টিম ম্যানেজার মুহাম্মদ পিয়ারু এবং অধিনায়ক সাইফুদ্দিন সিরাজি হামিমের হাতে ট্রফি ও প্রাইজমানি বাবদ ৪০ লক্ষ টাকার চেক তুলে দেন। এসময় ব্যাংকের চেয়ারম্যান আলহাজ¦ সেলিম রহমান ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ¦ আব্দুস সামাদ লাবু উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান এবং সিইওবৃন্দ উপস্থিত ছিলেন।
|