শিরোনাম: |
কেক কেটে ৩২ তম জন্মদিন পালন গণমাধ্যমকর্মী মানিকের
নীলফামারী জেলা প্রতিনিধি।
|
![]() শনিবার রাতে নীলফামারী বড়মাঠে শিল্প ও বানিজ্য মেলা অফিস কার্যালয়ে এ জন্মদিন আনুষ্ঠানিক ভাবে পালন করা হয়েছে। নীলফামারী পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহানুর আলম সানুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, সাধারণ সম্পাদক আল আমিন,যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, মহিলা বিষয়ক সম্পাদক শপ্না আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক সোহেল রানা,সদস্য নুরুল আমিন, চ্যানেল আই নীলফামারী প্রতিনিধি ও সু শাসনের জন্য নাগরিক সুজনের নীলফামারী জেলা শাখার সাধারণ আনোয়ারুল আলম প্রধান, জাতীয় সাংবাদিক সংস্থার নীলফামারী সভাপতি আবুল শাহ, দৈনিক নীলকথা প্রতিনিধি লোকমান হোসেন, বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবী লীগ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল সরকার,যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হাকিম শাহ, সাংগঠনিক সম্পাদক এ্যাড শাওন পাটোয়ারী,সহ সভাপতি মজিবুল ইসলাম, পাপ্পু শাহ, উপ দপ্তর সম্পাদক মুন্না খান মুন, পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট, রাজু আহমেদ, খলিল ছাড়াও উপস্থিত ছিলেন মানিকের দুই সন্তান মিনহাজ ,মাহাদি,ও স্ত্ৰী শাপলা আক্তার রিশাসহ অন্যন্যরা। সাইফুল সাইফুল ইসলাম মানিক,একাত্তর সংবাদ ডটকম,একাত্তর বাংলা টিভি ও দৈনিক গণজাগরন পত্রিকার নীলফামারী সংবাদ প্ৰতিনিধি হিসেবে কাজ করেন, এসময় অতিথিরা সংক্ষিপ্ত বক্ততায় নিষ্ঠার সাথে পেশা দায়িত্ব পালনে তার পরিবারসহ তাদের মঙ্গল কামনা করেন। |