শিরোনাম: |
কবিতা : চৈত্রের প্রথম দিনে
এ কে সরকার শাওন
|
![]() যে যার পথে সুদূরে! জগলু বুড়া বড্ড মনমরা বাড়ীতে রয়েছে আঁকড়ে! শূণ্যপুরে অলস দুপুরে চার দেয়ালে আবদ্ধ! নিশ্বাস প্রশ্বাসের শব্দে বুঝে জীবনটা হয়নি স্তব্ধ! ঝিরঝির বাতাস প্রকৃতি উদাস আকাশটা মেঘে ঢাকা! পৃথিবীর সাথে মনটাও মলিন জীবনটা যেন ফাঁকা! চেয়ারে হেলে পা টেবিলে বারান্দায় বসি আরামে; উদোম গা ছেড়ে চোখ বুঝে এক চিলতে আয়েশী ঘুমে! পিন পতন নিঃশব্দে শুনে নানান পাখীর কলতান ! অবাক বিস্ময়ে কান পেতে শুনে কোকিলের গান! চোখ খুলে মাথা তুলে দেখে ফুলদল হাসে! ভ্রমর-মৌমাছি উড়ে নাচি নাচি প্রজাপতি উড়ে উল্লাসে! হঠাৎ বৃষ্টি কী মিষ্টি চৈত্রের প্রথম দুপুরে! টিনের চলে নূপুর পায়ে শত পরী নাচে আহারে! গ্রীলের ফাঁকে হাত বাড়িয়ে লভে বৃষ্টির পরশ! তনুমন চাঙ্গা মন বাঁধ ভাঙ্গা বৃষ্টিতে ভিজে সরস! বাহিরে এসে আকাশে দেখে মেঘমুক্ত অখন্ড নীল! ভেজা ঘাসে শত সূর্য হাসে পৌর্তলিকায় ঝিলমিল! একাকী তো হয়েছে কি পৃথিবী জীবন তো সুন্দর! সব ভুলে প্রান খুলে মেশাতে পারলে অন্তর! বৃষ্টিস্নাত চৈত্রের দিনে শত স্মৃতির সাক্ষাৎ! মনে শত ভাব জন্মে মরেও যায় তৎক্ষনাৎ! ![]() কবিতাঃ চৈত্রের প্রথম দিনে কাব্যগ্রন্থঃ আপন আভাস কবিঃ এ কে সরকার শাওন শাওনাজ ভিলা, উত্তরখান, ঢাকা। ১৫ মার্চ ২০২৩ |