শিরোনাম: |
কবিতাঃ নাবিল হোক কাবিল
|
![]() ওয়াহেদ মুন্সীর ঘরে; ফিরিস্তা শিশু খেলা করে বৃষ্টির কোল জুড়ে! নতুন মুন্সী দেখতে ফেন্সী ওসমান গণি নাবিল। মাশাআল্লাহ সোবহানাল্লাহ; ইনশাআল্লাহ হবে কাবিল! তাহের মুন্সীর আদুরে নাতি বংশের নয়ন মনি! সবার আদর দোয়া নিয়ে হোক সে মস্ত গুনী! পূর্ণ শশী খুব খুশি হাত-পা নেড়ে খেলে; কোলে চড়ে বেড়াতে গেলে খোশমেজাজে দোলে! আনন্দে নন্দে সুর ছন্দে আজ জন্মদিন তার! নূতন জামা,পাঞ্জাবি-টুপীতে সেজেছে রাজকুমার। এসেছে সবে কলরবে আনন্দ আড্ডা জম্পেশ ! উৎফুল্ল প্রানবন্ত কলিকে আজ লাগছে কিন্ত বেশ! হাত তুলে দোয়া করি কবির সাথে সবে! সুস্থ, সবল, সফল হোক সে মানুষ হোক ভবে। ![]() কবিতাঃ নাবিল হোক কাবিল কাব্যগ্রন্থঃ বাঁকা চাঁদের হাঁসি এ কে সরকার শাওন শাওনাজ ভিলা, উত্তরখান, ঢাকা।
|