শিরোনাম: |
মালীর অশ্রুজল, এ কে সরকার শাওন
|
জগলু মালীর অন্তর খালি কাটখোট্টা অর্বাচীন। অরণ্যে-রণে, ফুল-কাননে, উপবনে জীবন বিলীন! বারিধারায় জলের ছোঁয়ায় তাতায় বিবাদী মন। ঝিনুকের মত নিজকে লুকায়ে ভোলে দুঃখ তাপন! বৃষ্টিস্নাত পত্র পৃষ্ঠে ফোটা ফোটা বৃষ্টির জল ! সাথে নীরবে ক'ফোটা ঝরলো মালীর অশ্রুজল! অশ্রুর ফোঁটা বৃষ্টির জলে অনাদরে চির বিলীন! কেউ জানলো না শোধ হলো কি না মালীর হৃদয়ের ঋণ! মালীর চোখে কাজল ছিল না ছিলো না কোন ছল! তাইতো জল স্বচ্ছ টলটল কমলের মত কোমল। খরতাপে প্রান্তর চৌচির খা খা নদীর তল্ মালির চোখের দু'কুল ছাপিয়ে তখনো অশ্রু টলমল! পত্র পৃষ্ঠের জল শুকায় উল্লাসে নাচে হাওয়ায়; পত্রপল্লভ ফুলে শোভিত বসন্তের মাতাল ছোঁয়ায়! মালির জীবন তথৈবচ বসন্ত-বরষায় তমসা! ফুলের পাশে চির নিবাস তবু অন্তরে হতাশা! সেরা ফুলটি মালীর নজরে হৃদয় নিংড়ানো ভালোবাসায়। কষ্টের শান হবে অবসান শোভা পেলে প্রিয়ার খোঁপায়। আজো সে এলো না হেসে এ প্রতীক্ষার শেষ কোথায়? যুবক মালী আজ বয়োবৃদ্ধ অশ্রু থামেনা হায়!
|