শিরোনাম: |
নবীনগর উপজেলায় কমরেড প্রদীপ সাহার মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত
প্রতিবেদক আইজ্যাক নিলয়
|
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বটতলায় প্রয়াত কমরেড প্রদীপ কুমার সাহার স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়।উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলাদেশে ডাকসুর প্রথম ভিপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি তাঁর বক্তব্যে নবীনগর তথা ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিস্ট পার্টিতে প্রয়াত কমরেড প্রদীপ সাহার অবদান শ্রদ্ধার সংগে স্মরণ করেন এবং সকল বাম রাজনীতির স্রোতকে এক হওয়ার তাগিদ দেন। সিপিবি নবীনগর উপজেলার সভাপতি মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, কবি এ কে সরকার শাওন, সিপিবির কেন্দ্রীয় নেতা হাসান তারেক চৌধুরী সোহেল, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিয়াউল কবির খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সিপিবির সভাপতি সৈয়দ মো. জামাল, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, এডভোকেট মাহমুদ পাশা, কৃঞ্চনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক শোক সভার সঞ্চালক কমরেড শাহীন খান প্রমুখ। শোকসভায় প্রয়াতের স্ত্রী ও পরিবারের লোকজনসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে নাস্তা বিতরণ করা হয়।
|