সোমবার ১৪ অক্টোবর ২০২৪ ২৯ আশ্বিন ১৪৩১
শিরোনাম: পাবনায় ট্রেজারি ভবন নির্মাণ: ব্যয় প্রস্তাব হয়েছে রেট শিডিউলের দ্বিগুণের বেশি       ছাত্র-জনতার আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান       যে ভিসায় ভারতে থাকার অনুমতি পেয়েছেন শেখ হাসিনা       সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পূজার পর সাঁড়াশি অভিযান : আইজিপি       পররাষ্ট্র সচিবের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্র দফতরের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনা       শেখ হাসিনার নামে মামলা করলেন মাহমুদুর রহমান       বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ জেহাদ এক চিরস্মরণীয় নাম : মির্জা ফখরুল      
হারানো ঐতিহ্য ফেরানোর দাবি
বোষ্টনে 'বেইনের' নির্বাচনে খোকা-কে সভাপতি দেখতে চান প্রবাসীরা
প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ১১:৫২ এএম |

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোষ্টন প্রবাসীদের প্রিয় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর হারানো ইতিহাস ও ঐতিহ্যকে ফিরিয়ে আনতে নতুন নেতৃত্ব খুঁজছেন ম্যাসাচুসেটসের বোষ্টন প্রবাসী বাংলাদেশিরা। বোষ্টনের তরুণ প্রজন্মের প্রিয়মুখ মাহাবুব-ই খোদা ওরফে খোকা'কে পুনঃরায় সভাপতি পদে নির্বাচন করার আহবান জানিয়েছেন কমিউনিটির নেতারা। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।


গত ২০১৯ সালের বেইনের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে স্বল্প ভোটে পরাজিত হয়েছিলেন। উক্ত ক্রটিপূর্ণ ও অসম্পূর্ণ নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ উঠলেও খোকা ও তার প্যানেল ফলাফল মেনে নিয়েছিলেন। এবারের ২০২৩ সালের আসন্ন নির্বাচনে বোষ্টন প্রবাসী বাংলাদেশিরা আবারও সভাপতি প্রার্থী মাহাবুব-ই খোদা (খোকা) নির্বাচন করার আহবান জানান।


এ উপলক্ষে গত ১৩ আগষ্ট এক সভায় বোষ্টনের বাংলাদেশি কমিউনিটির সকলস্তরের নেতারা একত্রিত হয়ে মাহাবুব-ই খোদা (খোকা) কে পুনঃরায় সভাপতি পদে নির্বাচন করার জন্য পূর্ণ সমর্থন দিয়ে তাদের মতামত প্রদান করেন।


সভায় পৃথক পৃথক বক্তব্যে কমিউনিটি নেতারা বলেন, যে কোন মূল্যে বোষ্টন প্রবাসীদের প্রিয় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর হারানো ইতিহাস ও ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। আপাতত খোকার বিকল্প কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তাকে নতুন একটি প্যানেল তৈরি করে এবারের নির্বাচনে অংশ নেবার জন্য প্রবাসীরা বিশেষভাবে আহবান জানান। সকলের আশ্বাস পেয়ে প্যানেল তৈরির কাজ করছেন বলে জানিয়েছেন খোকা।     

 
উল্লেখ্য, ম্যাসাচুসেটস ও পার্শ্ববর্তী অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের জন্য এক সময় বেইন ছিল একমাত্র বিনোদন কেন্দ্র। প্রতি বছরে ৫/৬টি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জমজমাট বনভোজনের শত শত বাংলাদেশিদের সমাগম ঘটতো। কিন্ত গত চার বছর ধরে বোষ্টন প্রবাসী বাংলাদেশিরা বেইন থেকে প্রায় বিমুখ হয়ে পড়েন। কমিউনিটির বিশিষ্টজন ও নেতারা বেইনের কোন কর্মকান্ডেই আর যেতে চান না। সেই হারানো ঐতিহ্যকে ফেরাতে আগামী নভেম্বরে আসন্ন নির্বাচনে নতুন মুখ ও তরুণ নেতৃত্বকে খুঁজছেন বোষ্টন প্রবাসী বাংলাদেশিরা।


সভায় উপস্থিত ছিলেন বেইনের সাবেক সভাপতি যথাক্রমে-বামন দাস বসু, আবু কালাম আজাদ, শাহীন খান,শহীদুল ইসলাম প্রিন্স, মোহাম্মদ বেলাল, নোমান চৌধুরী,সাবেক সহ-সভাপতি-জাহাঙ্গীর কবির, সাবেক সা. সম্পাদক নাহিদ সেতারা, তরুন বড়ুয়া, মেহেদী ইমাম ও ওমর এফ সামী।


ব্যক্তিগত কারণে সভায় উপস্থিত না থেকেও যারা সমর্থন জানিয়ছেন তারা হলেন- সাবেক সভাপতি তামান্না করিম, সহ সভাপতি ইসক্ন্দার আলম, সাবেক সা সম্পাদক জয়নাল মাহমুদ, জানে আলম ও বজলুল ওহাব শাহীন, কমিউনিটি নেতাদের মধ্যে যারা সমর্থন জানিয়েছেন তারা হলেন-ওসমান গনি, আনন্দ চৌধুরী, সোহেল চৌধুরী, মাহফুজুর রহমান,  রহমান, সায়মন সাব্বির (সিপিএ) , পিন্টু চৌধুরী, ড. দুলাল, বাবুল রেজা, পারভেজ চৌধুরী, ডিউক, মোস্তফা, হুমায়ুন মোর্শেদ,মহিউদ্দিন, ওয়াহিদি, মিতু, নাছিরুল, মনিরুল, ইমন, সাকী, সাহাবুদ্দিন, শিশির সিরাজুম মনির, ইদ্রিস ও আনোয়ার।  


বোস্টন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (বিবিবিএ) পরিচালক মন্ডলী-মোশারফ হোসেন হক, ইলিয়াস মাসুদ, তোফাজ্জল হোসেন মিলন, শেখ মাসুম, শেখ বাহাউদ্দিন, কল্লোল বড়ুয়া, আল আজাদ ও আবদুল মতিন। প্যানেল মেম্বারদের মধ্যে- সাধারন সম্পাদক প্রার্থী- রাজিবুর রহমান,সহ-সাধারন সম্পাদক প্রার্থী আশিকুর রহমান ও প্যানেল সদস্য রাজা।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com